ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

ত্রিদেশীয় সিরিজ

যেভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪ এএম, ১০ মে ২০১৯ শুক্রবার | আপডেট: ১১:২১ এএম, ১০ মে ২০১৯ শুক্রবার

ত্রিদেশীয় সিরিজে গতকাল বৃহস্পতিবার বৃষ্টির কারণে স্বাগতিক আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। এতে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দুই দল পেয়েছে সমান ২টি করে পয়েন্ট।

এর আগে গত মঙ্গলবার বড় ব্যবধানে ওয়েস্টে ইন্ডিজকে হারিয়েছে টাইগাররা। বাংলাদেশ দাপট দেখিয়ে ক্যারিবিয়ানদের হারিয়েছে ৮ উইকেটে। তবে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৯৬ রানের বিশাল ব্যবধানে হেরেছিল আয়ারল্যান্ড।  

প্রথম ম্যাচে চার পয়েন্ট পেয়েছিল মাশরাফি বিন মুর্তজার দল। আর পরিত্যক্ত ম্যাচে পেয়েছে ২ পয়েন্ট।

সব মিলিয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ দল। এ ছাড়া আইরিশদের মোট পয়েন্ট ২। আর দুই ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজ দলের মোট পয়েন্ট দাঁড়ায় ৫।

আগামীকাল শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। আর বাংলাদেশের পরের দুটি ম্যাচ আগামী সোম ও বুধবার, যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে।

একে//