ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

পানি সঙ্কট পিছু ছাড়ছেনা রাজধানীবাসীর (ভিডিও)

অখিল পোদ্দার :

প্রকাশিত : ১২:১৪ পিএম, ১০ মে ২০১৯ শুক্রবার | আপডেট: ১২:২১ পিএম, ১০ মে ২০১৯ শুক্রবার

পানি সঙ্কট পিছু ছাড়ছেনা রাজধানীবাসীর। কোথাও মিলছে অল্প-স্বল্প পানি। কোথাও সরবরাহ ভালো হলেও, পানিতে ময়লা, দুর্গন্ধযুক্ত। সবমিলে জীবনের স্বাভাবিক গতি আর থাকছে না।

কদমতলীর অলিগলি আর জুরাইনের বেশির ভাগ এলাকায় পানি সংকট অনেকদিন ধরে। ক্যামেরা দেখলেই এলাকার অনেকে ছুটে আসেন কষ্টের কথা বলতে। আশা, যদি টনক নড়ে কর্তৃপক্ষের।

কিছু জায়গায় ওয়াসার লাইনে পানি আছে, তবে খাওয়ার অযোগ্য। ঘর-গেরস্তালির কাজে এ পানি ব্যবহার একেবারেই সম্ভব নয়। বাধ্য হয়ে মানুষ পানি সংগ্রহ করছেন মসজিদ কিংবা হাসপাতাল থেকে। কোন কোন স্থানে দোকানেও বিক্রি হচ্ছে অল্প দামের ব্যবহার উপযোগী পানি।

মগবাজার ওয়ারলেস গেট, সিদ্ধেশ্বরী, মিরপুর, শনিরআখড়া, পুরান ঢাকাসহ রাজধানীর অনেক এলাকায় চলছে পানির জন্য হাহাকার।

ঢাকা ওয়াসা পানির এই সংকটের কথা জানে। রাজধানীজুড়ে নতুন পাইপ লাইনের কাজ শেষ না হ্ওয়া পর্যন্ত এ সমস্যা থেকেই যাবে-মন্তব্য তাদের।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/