ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে ইরানের অস্বীকৃতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৬ পিএম, ১০ মে ২০১৯ শুক্রবার

পরমানু কর্মসূচি বাতিলের বিষয়ে যুক্তরাষ্ট্রের বৈঠকের প্রস্তাব প্রত্যাখান করেছে ইরান। সম্প্রতি তেহরানের পরমানু কর্মসূচি বাতিলে ইরান কর্তৃপক্ষকে বৈঠকের প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনায় বসার আহ্বান এবং সামরিক সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে ঘোষণা দেওয়ার একদিন পর শুক্রবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলছে, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে বসবে না। সেই সঙ্গে হামলার যে কোনো আশঙ্কাকে নাকচ করে দিয়েছে তারা।

যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনায় সামরিক সংঘাতের আশংকার বিষয়টি একেবারে গুরুত্বহীন করে দেখছেন না ট্রাম্প। ওয়াশিংটনের ভাষায় ইরানের কাছ থেকে আসা হুমকির প্রেক্ষাপটে কাতারে মার্কিন ঘাঁটিতে বি-৫২ বোম্বার পাঠিয়েছে ওয়াশিংটন। মার্কিন কেন্দ্রীয় কমান্ড এমন তথ্য জানিয়েছে।

এদিকে বিপ্লবী গার্ডের রাজনৈতিক কার্যক্রমবিষয়ক উপ-প্রধান ইয়াদোল্লাহ জাবানি জানিয়েছেন, আমেরিকানদের সঙ্গে কোনো বৈঠক হবে না। ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার সাহস হবে না যুক্তরাষ্ট্রের।

উল্লেখ্য, বুধবার চার বছর আগে বিশ্বের ছয়শক্তির সঙ্গে হওয়া পরমাণু চুক্তি থেকে আংশিক সরে আসার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তার এই ঘোষণার সমর্থনে কয়েক হাজার ইরানি শুক্রবার বিক্ষোভে অংশ নেন। শুক্রবার জুমার পর হাজার হাজার বিক্ষোভকারী রাজপথে নেমে আসেন। সারা দেশে এমন বিক্ষোভ হবে বলেও জানিয়েছে তারা।

তথ্যসূত্র: রয়টার্স।

 

এমএস//এসএইচ/