ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

ধাতুর টুকরা উড়ে এসে প্রাণ কেড়ে নিল চালকের (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০ পিএম, ১১ মে ২০১৯ শনিবার | আপডেট: ১২:৫৭ পিএম, ১১ মে ২০১৯ শনিবার

কার মৃত্যু কীভাবে হবে কেউ জানে না। একদম হলিউড সিনেমার দৃশ্যের মতো মৃত্যু নেমে এল চীনের এক ব্যক্তির। হাইওয়ে দিয়ে যাওয়ার সময় একটি বড় ধাতুর টুকরো উড়ে এসে গাড়ির সামনের কাচে এসে আঘাত করে। তাতেই মৃত্যু হয় ওই ব্যক্তির। গোটা ঘটনা ধরা পড়ে ক্যামেরায়।

চীনের উত্তর-পশ্চিমে শানসি প্রদেশে ২৬ এপ্রিল দুর্ঘটনাটি হয় বলে জানিয়েছে সে দেশের এক্সপ্রেসওয়ে পুলিশ। সি অ্যান্ড অ্যান রিং এক্সপ্রেসওয়ের ঘটনা।

দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ও তার সামনের একটি গাড়িতে লাগানো ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা। সেখান থেকেই এডিট করে একটি ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে।

ফুটেজে দেখা যাচ্ছে, হাইওয়েতে পড়ে রয়েছে একটি ধাতুর টুকরো। একটি কালো সেদান দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। গাড়িটি ধাতুর পাতের ওপর দিয়ে চলে যায়। গাড়ির চাকার চাপে হাওয়ায় উড়ে গিয়ে পিছনের একটি সাদা রঙের গাড়ির সামনের কাচে ঢুকে গেল।

ধাতুর টুকরোটি কোনও ট্রাক থেকে খসে পড়েছে বলে মনে করছে পুলিশ। ধাতুর টুকরোটি সাদা গাড়ির কাচে ঢুকে যাওয়ায় চালকের মৃত্যু হয়েছে। ভিডিওটি প্রকাশ পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিও

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/