মা দিবসে ফেরদৌসী মজুমদারের নাটক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:০০ পিএম, ১১ মে ২০১৯ শনিবার
বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। দীর্ঘ বিরতির পর নাটকে অভিনয় করেছেন তিনি। আহসান হাবীব সকালের রচনায় এবং রিদম খান শাহীনের পরিচালনায় ‘জগৎ সংসার’ নামে একটি একক নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকে ফেরদৌসী মজুমদার অভিনয় করছেন রেণু বেগম চরিত্রে।
নাটকের গল্পে দেখা যাবে, রেণু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন খালি পায়ে। কিছুক্ষণ পর তিনি এক মুচির কাছে আসেন তার জুতা ঠিক করে নেওয়ার জন্য। কিন্তু মুচি না করে দেন। কারণ, এর আগে এই জুতা জোড়া তিনি ৩৩ বার সেলাই করেছেন। তাই সেলাই করার মতো আর জায়গা নেই। তবে রেণুও নাছোড়বান্দা। আজ যেভাবে হোক, এক জোড়া জুতা নিয়ে তিনি ঘরে ফিরবেন। এবার তিনি পথের ধারে আঁচল বিছিয়ে বসেন টাকা সংগ্রহের আশায়। এভাবে নাটকের গল্প এগিয়ে যায়।
নাটকে আরও অভিনয় করেছেন তৌকীর আহমেদ, ফারজানা ছবি, সুষমা সরকার, সুমনা সোমা, শফিউল আলম বাবু, জিদান সরকার, কামরুজ্জামান সাগর, শারমিন ফামিদা, মাসুদ করিম সুজন, জিতু হায়দার ও মহসীন পলাশ।
নটকটি নিয়ে ফেরদৌসী মজুমদার বলেন, ‘ভিন্ন ধরনের একটি গল্প নিয়ে নাটকটি নির্মাণ হয়েছে। এখন আর আগের মতো অভিনয় করছি না। একান্ত ভালো লাগার মতো গল্প পেলে সেটি করছি। দীর্ঘদিন পর এ নাটকের গল্প ভালো লেগেছে।’
নির্মাতা রিদম খান শাহীন জানান, মা দিবস উপলক্ষে জগৎ সংসার নাটকটি আগামীকাল নাগরিক টিভিতে রাত ১০টায় প্রচার হবে।
এসএ/