২ বছর ধরে বন্ধ রাজবাড়ী শিশু হাসপাতাল (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:২০ পিএম, ১২ মে ২০১৯ রবিবার
চিকিৎসক না থাকায় দুই বছর ধরে বন্ধ রাজবাড়ী পৌরসভার একমাত্র শিশু হাসপাতালের সেবা কার্যক্রম। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে অনেক সুবিধাবঞ্চিত শিশু। মেডিকেল অফিসার নিয়োগে পৌরসভার নিয়ম জানা নেই বলছেন সিভিল সার্জন। আর ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন পৌর মেয়র।
যে কক্ষে শিশুদের চিকিৎসা নেয়ার কথা, সেখানে রাখা হচ্ছে রড, সিমেন্টসহ নির্মাণ সামগ্রী। অন্য একটি কক্ষে চলছে রান্নার কাজ। দেখে বোঝার উপায় নেই এটি হাসপাতাল, রান্নাঘর নাকি গোডাউন।
প্রায় তিন দশক আগে রাজবাড়ী-বালিয়াকান্দি আঞ্চলিক সড়কের পাশে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নতুন বাজারে একতলা এই বাড়িটিতে প্রতিষ্ঠা করা হয় পৌর শিশু হাসপাতাল। ২০১৭ সালের সেপ্টেম্বরে একমাত্র চিকিৎসক আব্দুর রশিদ অবসর গ্রহণের পর বন্ধ হয়ে যায় কার্যক্রম।
কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা।
হাসপাতালটির গুরুত্বের কথা স্বীকার করে জেলা সিভিল সার্জন জানান, চিকিৎসক নিয়োগে পৌরসভার নীতিমালা তার জানা নেই। আর পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী রাজি হননি ক্যামেরার সামনে কথা বলতে।
সুবিধা-বঞ্চিত শিশুদের স্বাস্থ্যসেবা বিবেচনায় দ্রুত হাসপাতালটির কার্যক্রম চালুর দাবি ভুক্তভোগীদের।