ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৮ ১৪৩১

বাসাই আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ক্লাব

আবদুল জাববার খান :

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১২ মে ২০১৯ রবিবার

আল্লাহ আমাকে অনেক দিয়েছেন৷ নইলে, শূন্য থেকে শুরু করে, ফ্যামিলি কে ক্যাপিটেল না করে, আজ এই জায়গায় আসতে পারতাম না৷ সুন্দর একটা সংসার দিয়েছেন৷ আর্থিক বা সামাজিকভাবে আমার এখন যে অবস্থান, তাতে করে সন্ধ্যার পর কোনো ক্লাবে বা আড্ডায় যাইনা বলে রীতিমত লজ্জা পেতে হয়৷ তবু পারিনা৷

দিন শেষে বাসায় চলে আসি৷ আমার পরিবার প্রীতির ব্যাপারটা নিয়ে অনেকেই মুখটিপে হাসে৷ দুই কন্ন্যাকে জ্বালাতন করে আমি খুব মজা পাই৷ টাইম পাস করার জন্য এর চাইতে ভালো কোনো খেলা আমি এখনো আবিষ্কার করতে পারিনি৷

আমার জন্য ওদের পড়াশুনাটা রীতিমত ডিফিকাল্ট হয়ে যায়৷ সারাক্ষণ একটা না একটা কিছু নিয়ে ওদের সাথে লেগেই থাকি৷ তারপরও ওরা সব পরীক্ষায় ফার্স্ট হয়৷ এটা ওদের মায়ের একক কৃতিত্ব৷ ওরা খুব ভাগ্যবতী, এমন একজন মা পেয়েছে বলে৷

আমিও খুবই ভাগ্যবান, এমন একজন সেরা মাকে স্ত্রী হিসেবে পেয়েছি বলে৷ মহান আল্লাহতাআলা এক্ষেত্রেও আমাকে বঞ্চিত করেননি৷ তাই সবাইকে বলি ... ‘বাসাই আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ক্লাব’৷

এই বিশেষ মুহুর্তে এই শ্রেষ্ঠ মায়ের জন্য এবং পৃথিবীর সকল মায়ের জন্য অনেক অনেক ভালবাসা ও শুভেচ্ছা। ‘হ্যাপি মাদার্স ডে’!