তামাক নিয়ন্ত্রণ পদক পেলেন ৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ১২ মে ২০১৯ রবিবার
তামাক বিরোধী বিভিন্ন কার্যক্রমের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘তামাক নিয়ন্ত্রণ পদক-২০১৯’ প্রদান করেছে ‘জাতীয় তামাক বিরোধী প্ল্যাটফর্ম’।
রোববার (১২ মে) বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে ‘তামাক চাষ নিয়ন্ত্রণে বিকল্প আয় বর্ধনমূলক ফসল উৎপাদন’ শীর্ষক সেমিনার ও তামাক নিয়ন্ত্রণ পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে কৃষিমন্ত্রী ড. মো.আব্দুর রাজ্জাক ও জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অবঃ) আব্দুল মালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ-এর চেয়ারম্যান ও তামাক বিরোধী জাতীয় প্ল্যাটফর্ম-এর আহ্বায়ক ড. কাজী খলীকুজ্জমান আহমদ।
প্রফেসর প্রাণ গোপাল দত্তকে ব্যক্তি উদ্যোগ ক্যাটাগরিতে, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-কে প্রতিষ্ঠান ক্যাটাগরিতে এবং বাংলাদেশ ক্যান্সার সোসাইটি-কে গবেষণা/প্রকাশনা ক্যাটাগরিতে তামাক নিয়ন্ত্রণ পদক প্রদান করা হয়।
এছাড়া এবছর তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত গবেষণামূলক কার্যক্রম সম্পাদনে উৎসাহ প্রদান করার লক্ষ্যে তামাক বিরোধী জাতীয় প্ল্যাটফর্ম-এর পক্ষ থেকে তরুণ গবেষক হিসেবে সৈয়দা সাজিয়া আফরোজ রুম্পা-কে “বিশেষ সম্মাননা” প্রদান করা হয়।
তামাক বিরোধী জাতীয় প্ল্যাটফর্ম-এর সমন্বয়কারী ডা. মাহফুজুর রহমান ভূঁঞা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। সেমিনারে ‘‘তামাক চাষ নিয়ন্ত্রণে বিকল্প আয় বর্ধনমূলক ফসল উৎপাদন’’ বিষয়ক উপস্থাপনা প্রদান করেন পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক (কার্যক্রম) ড. শরীফ আহমদ চৌধুরী।
উল্লেখ্য, দেশজুড়ে তামাক নিয়ন্ত্রণে কাজ করার লক্ষ্যে ২০১৭ সালে ‘তামাক বিরোধী জাতীয় প্ল্যাটফর্ম’ গঠন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ)-এর নেতৃত্বে গঠিত এই প্ল্যাটফর্ম ‘তামাক নিয়ন্ত্রণ পদক’ প্রদান করে আসছে। এবছর তামাকবিরোধী কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ৪টি ক্যাটাগরিতে এই পদক প্রদান করা হয়।
কেআই/