ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ১৩ মে ২০১৯ সোমবার | আপডেট: ০৪:৪৯ পিএম, ১৩ মে ২০১৯ সোমবার

ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। ডাবলিনের ম্যালাহাইডে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় ম্যাচটি শুরু হয়েছে।

এর আগে আবু জায়েদ রাহীর ওয়ান্ডে অভিষেক হওয়ায় ক্যাপ পরিয়ে দেন টাইগার অধিনায়ক মাশরাফি।

ফাইনালে ওঠার এ গুরুত্বপূর্ণ ম্যাচে অনুশীলনে কোমরে ব্যথা পাওয়ায়  অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে রেখে আবু জায়েদ রাহীকে নেয়া হয়েছে।

সিরিজে প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে ১৯৬ রানে হারায় উইন্ডিজ। উড়ন্ত সূচনা করা ক্যারিবীয়দের পরের ম্যাচে মাটিতে নামায় টাইগাররা। তাদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে লজ্জা দেয় মাশরাফি বাহিনী। এতে ৪ পয়েন্ট পকেটে পুরে লাল-সবুজ জার্সিধারীরা।

ফাইনালে ওঠার রেশেই ছিল বাংলাদেশ। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। ফলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। ২ পয়েন্ট ঝুলিতে আসে টাইগারদের। সেই সঙ্গে অপেক্ষা বাড়ে।

গেল শনিবার আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে উইন্ডিজ। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে হোল্ডার বাহিনী। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তলানিতে আইরিশরা। আর দুই ম্যাচে ৬ পয়েন্ট বাংলাদেশের। তাই এ ম্যাচে জিতলেই ফাইনালে উঠে যাবে মাশরাফির দল।

আই//