ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

জঙ্গি ও ধর্ষকরা রাষ্ট্রবিরোধী : ইনু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১৩ পিএম, ১৪ মে ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৪:৪০ পিএম, ১৪ মে ২০১৯ মঙ্গলবার

সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু ধর্ষণকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘জঙ্গি ও ধর্ষকরা রাষ্ট্রবিরোধী। জঙ্গিবাদের ন্যায় ধর্ষণকারীরাও দেশ ও সমাজের শত্রু। তাই জঙ্গি ধ্বংস করতে যেমন পদক্ষেপ নেওয়া হয়েছে, তেমনি ধর্ষণকারীদের বিরুদ্ধে একই পদক্ষেপ নিতে হবে।’

আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ আয়োজিত নারী শিশু নির্যাতন ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, ‘প্রতিদিন পত্রিকায় নারী নির্যাতন ও ধর্ষণের খবর আসছে। নির্যাতন ও ধর্ষণকারীদের কেউ গ্রেফতার হচ্ছে, কেউ কেউ হচ্ছে না। আবার যারা গ্রেফতার হচ্ছে তাদের বিচার হচ্ছে কিনা তার কোন খবর দেশের জনগণ বা আমরা পাই না।’

তিনি বলেন, ‘দেশে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, ২১ আগস্ট গ্রেনেড হামলারও বিচার রাষ্ট্র করতে পেরেছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে পেরেছে। তাহলে ধর্ষণকারীদের বিচার রাষ্ট্র কেন করতে পারবে না? সরকার চাইলে সব সমস্যার সমাধান করতে পারে। বিচার করতে পারে।’

সাবেক এ তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বর্তমানে বাংলাদেশে নারী ধর্ষণের যে উৎপাত শুরু হয়েছে। এ উৎপাত অমানবিক ও রাষ্ট্রবিরোধী। ধর্ষণকারীদের রাষ্ট্রবিরোধী ঘোষণা করে শাস্তির আওতায় আনার হোক।’

এসময় তিনি পুলিশ প্রশাসনের যারা নারী ধর্ষণকারীদের সহায়তা করে তাদেরকে বদলি না করে সরাসরি জেলে পাঠানোর আহ্বান জানান।

নরুল আকতারের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, জাসদ সাধারণ সম্পাদক শিরিন আক্তার,সহ-সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

আই//