ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

অলসতা ও ঢিলেমিতে আক্রান্ত হওয়া একটা ব্যাধি

আবূ আবদুর রহমান আস-সুলামী

প্রকাশিত : ০৪:২৭ পিএম, ১৪ মে ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১১:০৯ এএম, ১৬ মে ২০১৯ বৃহস্পতিবার

মানুষের মন্দ স্বভাবগুলোর মধ্যে অন্যতম হলো অলসতায় আক্রান্ত হওয়া, ঢিলেমি করা, সীমালঙ্ঘনে লিপ্ত হওয়া, টালবাহানার পথ বেছে নেওয়া, দীর্ঘ-আশা পোষণ করা ও মৃত্যুকে সুদূরপরাহত ভাবা।

এসবের প্রতিকার বিষয়ে আমি হুসাইন বিন ইয়াহয়াকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি জাফর খলদিকে বলতে শুনেছি যে, জুনাইদ বাগদাদি—রাহিমাহুল্লাহ-কে প্রশ্ন করা হলো, ‘আল্লাহর কাছে একান্তে পৌঁছার উপায় কী?’ তিনি জবাব দিলেন, ‘এমনভাবে তাওবা করা, যা গুনাহের পুনরাবৃত্তিকে বিনাশ করে দেয়। আল্লাহকে এমনভাবে ভয় করা, যা টালবাহানা করার মানসিকতাকে খতম করে দেয়।

এমনভাবে আমল করায় মনোযোগী হওয়া, যা দীর্ঘ-আশা পোষণ করাকে স্বল্পতায় নামিয়ে দেয়। সময়ে সময়ে আল্লাহর যিকির করা ও তার কথা স্মরণ করা। দীর্ঘ-আশা থেকে নিজেকে দূরে রাখা ও মৃত্যুর কাছাকাছি পৌঁছার (কথা স্মরণ করিয়ে) স্বীয় খাহেশাতকে অবদমিত করে রাখা।’

পুনরায় তাকে প্রশ্ন করা হলো, ‘কীভাবে একজন মানুষ নিজেকে এসব গুণাবলিতে উন্নীত করতে পারবে?’ তিনি বললেন, ‘একাগ্রচিত্ত ও একনিষ্ঠ হৃদয়ের সহায়তায়।’

তথ্যসূত্রঃ (আবূ আবদুর রহমান আস-সুলামী এর আত্মশুদ্ধি বই থেকে নেওয়া)