ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪,   কার্তিক ৩০ ১৪৩১

সোশ্যাল ইসলামী ব্যাংকে যাকাতের উপর আলোচনা সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩ পিএম, ১৪ মে ২০১৯ মঙ্গলবার

সম্প্রতি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডডের প্রিন্সিপাল শাখা ‘সমাজ পরিবর্তনে যাকাত ও ক্যাশ ওয়াক্ফের ভূমিক’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার সম্পন্ন হয়েছে।

ব্যাংকের ইভিপি ও প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক মো. নাজমুস সায়াদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআইবিএল শরীয়া কমিটির চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী ও মো. সিরাজুল হক।

এমএস/