ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

ঘূর্ণিঝড় ফণী

বগী গ্রাম পরিদর্শন করেছেন ইউনিসেফের প্রতিনিধি দল

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৫:২৪ পিএম, ১৫ মে ২০১৯ বুধবার

বাগেরহাটের শরণখোলায় ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্থ বগী গ্রাম পরিদর্শন করেছেন ইউনিসেফ বাংলাদেশের একটি প্রতিনিধি দল।

ইউনিসেফের এমারজেন্সী চাইল্ড প্রটেকশন টীমের বাংলাদেশ প্রধান মিস আইরিনের নেতৃত্বে প্রতিনিধি দলটি বুধবার দুপুরে ফণী আক্রান্ত বগী গ্রামটি ঘুরে ঘুরে দেখেন এবং শিশুদের সাথে কথা বলেন।

তিনি ক্ষতিগ্রস্থ এ এলাকার শিশুদের নিয়ে কাজ করতে আগ্রহী বলে  গ্রামটি পরিদর্শন করেছেন বলে জানান। পরে তিনি বলেশ্বর তীরবর্তি বিধ্বস্ত বেড়িবাঁধ ঘুরে দেখেন।

এসময় তার সফর সঙ্গী ছিলেন, ঢাকাস্থ ইউনিসেফএর চাইল্ড প্রটেকশন অফিসার শাবনাজ জাহেবিন, মুমিনুননেছা শিখা  ও উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের নির্বাহী প্রধান শেখ আসাদুজ্জামান আসাদ।

কেআই/