ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নাকচ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ১২:৫৫ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অস্থাভাজন প্রার্থী এমন অভিযোগ অস্বীকার করলেও তার প্রশংসা করেছেন পুতিন। এসময় মার্কিন নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্রেরও সমালোচনা করেন তিনি। এদিকে, বিমান দূর্ঘটনা থেকে রক্ষা পেলেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্স। আইওয়া থেকে নিউ ইয়র্ক পৌঁছানোর সময় খারাপ আবহওয়ার কারণে লা গার্ডিয়া বিমান বন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়ে তার বিমান। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি। অন্যদিকে আবারো নির্বাচনে কারচুপির আশংকা করেছেন ডোনাল্ড ট্রাম্প।