ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

শিল্প সচিবের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯ পিএম, ১৫ মে ২০১৯ বুধবার

দি ইন্স্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ’র (আইসিএমএবি) প্রতিনিধি দল শিল্প সচিবের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছে। আইসিএমএবি’র প্রেসিডেন্ট এম. আবুল কালাম মজুমদারের নেতৃত্বে প্রতিনিধিদলটি মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হালিমের সঙ্গে তাঁর কার্যালয়ে স্বাক্ষৎ করেন।

এসময় দেশের ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, ব্যয় নিয়ন্ত্রণ এবং কর্মদক্ষতা মূল্যায়নে কস্ট এ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসদের ভূমিকা সম্পর্কে সচিবকে অবহিত আইসিএমএবি প্রেসিডেন্ট আবুল কালাম।

পেশাগত বিষয়াদি আলোচনার পাশাপাশি আইসিএমএবি’র প্রেসিডেন্ট বলেন,‘দেশের আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়নের স্বার্থে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানাগুলোতে কস্ট অডিট বাস্তবায়িত হলে পণ্যের উৎপাদন ব্যয় হ্রাস পাবে, যার সুবিধা ভোক্তারা পাবে।’ এছাড়া কস্ট অডিট সংক্রান্ত প্রজ্ঞাপনের মাধ্যমে জারীকৃত সরকারী সিদ্ধান্তের আলোকে বিভিন্ন সার কারখানাগুলোতে কস্ট অডিট বাস্তবায়ন করার বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়।

সচিব সরকারী সিদ্ধান্ত মোতাবেক ক্রমান্বয়ে কস্ট অডিট বাস্তবায়নের ব্যাপারে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন এবং আইসিএমএবি’র সাথে সহযাগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণের লক্ষ্যে যথাযথ গুরুত্ব আরোপ করেন। প্রতিনিধিদলে আইসিএমএব‘র নির্বাহী পরিচালক মো.মাহ্বুব উল আলম এফসিএমএ উপস্থিত ছিলেন।

কেআই/