ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

অটোরিকশা চালিয়ে বিশ্বরেকর্ড (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ১৬ মে ২০১৯ বৃহস্পতিবার

 

দ্রুতগতিতে অটোরিকশা চালিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ব্রিটেনের দুই ব্যক্তি। ঘণ্টাপ্রতি ১১৯ দশমিক ৫৮৪ কিলোমিটার গতিবেগে অটোরিকশা চালিয়ে ইতিমধ্যে তারা গিনেস বুকে নাম লিখিয়েছেন।

যুক্তরাষ্ট্রের এসেক্সের ম্যাট এভারার্ড ও রাসেল শিয়ারম্যান এই রেকর্ড গড়েন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে নাম ওঠাতে ১১০ কিলোমিটার বেগে গাড়ি চালানো প্রয়োজন ছিল তাদের। সোমবার আরও জোরে চালিয়ে রেকর্ডকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন তারা।

এ বিষয়ে এভারার্ড জানান, সম্প্রতি ৩ হাজার ব্রিটিশ পাউন্ড দিয়ে একটি টুকটুক (অটোরিকশা) কেনেন তিনি। এরপর যানটিতে ৩৫০ সিসি ইঞ্জিন যুক্ত করেন। বিশ্বরেকর্ড গড়তে অটোরিকশায় একজন যাত্রী দরকার ছিল এভারার্ডের। চাচাতো ভাই শিয়ারম্যানকে যাত্রী হিসেবে নেন।

এভারার্ড বলেন, এ ধরনের যানে বেশি গতিতে চালাতে গেলে শুরুতে কিছু সমস্যা দেখা দেয়। কিন্তু একবার শুরু করতে পারলে বিষয়টি কিছুটা সহজ হয়ে যায়।

সূত্র: বিবিসি।