ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

জামিন পেলেন ক‌বি হেনরী স্বপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ১৬ মে ২০১৯ বৃহস্পতিবার

ডিজিটাল নিরপত্তা আইনে অভিযুক্ত ক‌বি হেনরী স্বপনের জা‌মিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্প‌তিবার সকালে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামীম আহম্মেদ তার জা‌মিন মঞ্জুর করেন।

ক্যাথলিক চার্চের ফাদারের দায়ের করা মামলায় তার বিরুদ্ধে খ্রীস্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ আনা হয়।

গত মঙ্গলবার (১৪ মে) ডি‌জিটাল নিরাপত্তা আইনের সে মামলায় তাকে  গ্রেপ্তার করা হলে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানান।

আদালতে ক‌বি হেনরী স্বপনের পক্ষে আইনজীবী হিসেবে জেলা বারের সভাপতি সৈয়দ ওবায়েদুল্লাহ সাজু, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যালসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট সুভাশীষ ঘোষ বাপ্পি ও অ্যাডভোকেট সুভাস চন্দ্রদাস গণমাধ্যমকে তার জামিনের তথ্য নিশ্চিত করেছেন।

বাদী বিবাদী পক্ষের উপ‌স্থিতিতে এ জা‌মিন মঞ্জুর করা হয়েছে। আগামী ধার্য

তা‌রিখ পর্যন্ত আদালত তাকে জামিন দিয়েছেন বলে জানান তারা।