ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৩ ১৪৩১

বেরোবির সিন্ডিকেটের ৬১তম সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪৯ পিএম, ১৬ মে ২০১৯ বৃহস্পতিবার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর-এর সিন্ডিকেটের ৬১তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ মে ২০১৯) বিকাল ৪টায় সভাটি বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে অনুষ্ঠিত হয়। ভাইস-চ্যান্সেলর ও ট্রেজারার (দায়িত্ব প্রাপ্ত) এবং সিন্ডিকেট সভাপতি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সিন্ডিকেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মোঃ মাহামুদ-উল-হক, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ আমিনুল ইসলাম খান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)-এর উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাসেম মজুমদার, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান এবং বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা।

এছাড়াও সিন্ডিকেটের সদস্য-সচিব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল এএফডাবলিউসি, পিএসসি (অব:) সভায় উপস্থিত ছিলেন। দেড় ঘণ্টাব্যাপী চলা এ সভায় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এসএইচ/