কাশ্মিরে গোলাগুলিতে নিহত ৫
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৪৯ পিএম, ১৬ মে ২০১৯ বৃহস্পতিবার
ভারতের কাশ্মিরে গোলাগুলিতে ৫ জন নিহত হয়েছেন। স্বশস্ত্র সৈন্য ও বিদ্রোহীদের গোলাগুলিতে নিহতদের মধ্যে একজন বেসমারিক নাগরিকও আছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
রয়টার্সের ঐ প্রতিবেদনে বলা হয়, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে আরডিএক্স বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’র গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে ৪৪ জন সেনা নিহত হওয়ার পর ভারতের সরকার অভিযান চালানোর অনুমতি দিলে কাশ্মিরের নিকটবর্তী গ্রামগুলোয় অভিযান চালানো হয়। নিরাপত্তা বাহিনীর এ অভিযানে এ নিহতের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার ভারতের পুলিশ জানায়, কাশ্মিরের দালিপোরা গ্রামে ভোরে শুরু হওয়া অভিযানে পাকিস্তানি এক কমান্ডার সহ জইশের তিন সদস্য নিহত হয়েছেন। এছাড়া প্রাণ হারিয়েছে এক ভারতীয় সেনাও। অবশ্য নিহতের মধ্যে একজন বেসামরিক লোক রয়েছেন বলে দাবি করে গ্রামবাসীরা। গ্রামবাসিদের মানব ঢাল হিসেবেও ব্যবহার করে সেনা সদস্যরা এমন অভিযোগ গ্রামবাসীর।