ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফেভারিট টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬ পিএম, ১৬ মে ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৪৭ এএম, ১৭ মে ২০১৯ শুক্রবার

ত্রিদেশীয় সিরিজে ফাইনালে কাল শুক্রবার বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। পুরো সিরিজেই দুর্দান্ত ছন্দে থাকা টাইগারদের চোখ এখন শিরোপায়। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। সব ম্যাচ জিতেই পয়েন্ট টেবিলের শীর্ষে টিম বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের দুই ম্যাচের দুটিতেই জিতেছে মাশরাফি বাহিনী। আয়ারল্যান্ডের সাথে একটি ম্যাচ বৃষ্টিতে ভাসলেও অন্য ম্যাচে অনায়াসে জয় তুলে নেয় তারা।

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে টাইগার বাহিনী ইতিমধ্যে তাদের শক্তি জানান দিয়েছে । ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের সাথে জয়ের মাধ্যমে বাংলাদেশের বোলিং ও ব্যাটিং লাইন যে তাদের সেরাটা দিয়ে খেলছেন তারও প্রমাণ দিয়েছে ত্রিদেশীয় সিরিজের প্রতিটি ম্যাচে। ৩০০ রানের বিশাল পাহার হলেও তা ডিঙিয়ে জয় তুলে নিয়েছে টাইগার বাহিনী।

গতকাল ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট মাঠে পল স্টার্লিংয়ের সেঞ্চুরি ও উইলিয়াম পোর্টারফিল্ডের সঙ্গে রেকর্ড জুটিতে আইরিশরা তুলেছিল ২৯২ রান। ৭ ওভার বাকি রেখেই বাংলাদেশ অনেকটাই হেসেখেলে জয় তুলে নিয়েছিলো।

চারটি পরিবর্তন এনে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। জয়ে অবদান আছে তাদের সবারই। তবে সবচেয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স তার, যিনি পেয়েছিলেন দ্বিতীয় সুযোগ। আগের ম্যাচে অভিষেকে বিবর্ণ আবু জায়েদ ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে নিয়েছেন ৫ উইকেট। হয়েছেন ম্যাচের সেরা। বিশ্বকাপের আগে নিজে পেয়েছেন বিশ্বাস, দলকে দিয়েছেন স্বস্তি।

সুযোগ পাওয়া অন্যদের মধ্যে রুবেল হোসেন দলকে এনে দিয়েছেন প্রথম ব্রেক থ্রু। ৮ ওভার স্পিনে ৩২ রান দিয়েছেন মোসাদ্দেক হোসেন। তার বলে ক্যাচ দিয়েও বেঁচে গেছেন ২ ব্যাটসম্যান। চোট কাটিয়ে ফিরে সাইফ উদ্দিন নিয়েছেন ২ উইকেট। তামিম ইকবালের সঙ্গে শতরানের উদ্বোধনী জুটি গড়ার পাশাপাশি নান্দনিক ব্যাটিংয়ে লিটন দাস খেলেছেন ৭৬ রানের ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরতি ম্যাচটা ভালো কাটেনি তামিম ইকবালের। এক ম্যাচ বিরতি দিয়ে আবার হাফসেঞ্চুরি পূরণ করলেন ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ৮০ রানের ইনিংস খেলা বাঁহাতি ওপেনার। আয়ারল্যান্ডের বিপক্ষে পূরণ করেছেন তিনি ওয়ানডে ক্যারিয়ারের ৪৬তম হাফসেঞ্চুরি।

রয়েড রানকিনের বল থার্ডম্যানে ঠেলে দিয়ে ৪৬ বলে ফিফটি পূরণ করেন তামিম। মাইলফলকটি স্পর্শ করতে তামিম মেরেছেন ৮টি বাউন্ডারি।

এর আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম ম্যাচে তাদের হারিয়েই শুভ সূচনা করে বাংলাদেশ। ওপেনার শেই হোপের সেঞ্চুরিতে নয় উইকেটে ২৬১ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে তামিম, সৌম্য ও সাকিবের অর্ধশতকে ৩০ বল বাকি থাকতেই বড় জয় তুলে নেয় বাংলাদেশ।

ইংল্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছে বাংলাদেশ। আর দুর্দান্ত সব পারফরমেন্সের মাধ্যমেই কুপোকাত করেছে প্রতিপক্ষকে । কাল মাঠে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাই সর্ব শক্তি নিয়েই নামবে টাইগাররা। নিজেরদের পূর্বের ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালোটা দিতে চায় তারা।
অপরদিকে বাংলাদেশের বিপক্ষে অন্তত একটি জয় নিয়ে বিশ্বকাপে যেতে চায় ওয়েস্ট ইন্ডিজ। আগের দুই ম্যাচ হারলেও ফাইনালে বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া অসম্ভব নয় বলেই মনে করছেন ক্যারিবীয়রা । নিজেদের দিনে সেরাটা দিয়েই শিরোপা জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ ।

তবে পূর্বের সব পারফেরমেন্সের হিসেব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের সাথে কালকের ফাইনালের লড়াইয়ে ফেভারিট বাংংলাদেশ টিম।

এনএম