ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বোরোর ভরা মৌসুমে ধানের দর নিয়ে হতাশ চাষীরা

আফসানা নীলা :

প্রকাশিত : ১২:১৪ পিএম, ১৭ মে ২০১৯ শুক্রবার

দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে কৃষকরা। উৎপাদিত ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ কৃষকরা। ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন হয়েছে রংপুর, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায়।

বোরোর ভরা মৌসুমে ধানের দর নিয়ে হতাশ চাষীরা। নতুন ওঠা ধান নিয়ে ব্যস্ততা থাকলেও নেই পরিশ্রমের দাম।

আশুগঞ্জে দেশের অন্যতম বৃহৎ ধানের মোকাম। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে এখানে ধান বিক্রি করতে আসেন ব্যবসায়ীরা। কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, ময়মনসিংহ, সুনামগঞ্জ, নরসিংদীসহ দূরদুরান্ত থেকে ধান নিয়ে আসা কৃষকরা এবার হতাশ। নির্ধারিত মূল্যের চেয়ে অনেক কম মূল্যে ধান বিক্রি করতে হচ্ছে তাদের।

চলতি মৌসুমে প্রতিমন ধানের মূল্য সরকারী ভাবে ১ হাজার ৪০টাকা নির্ধারণ করা হলেও ৫৫০ থেকে ৭৫০ টাকায় প্রতিমণ বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। ধান চাষে যা খরচ হয়, তার অর্ধেকও খরচ উঠে আসছে না, মন প্রতি লোকসান হচ্ছে ৩শ থেকে সাড়ে ৪শ টাকা।

এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য বিদেশ থেকে চাল আমদানী বন্ধের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকারি উদ্যোগে চাল কেনার জন্য ক্রয়কেন্দ্র খোলার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা।

জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জানান, আগামী সপ্তাহে থেকে সরকারি উদ্যোগে সংগ্রহ অভিযান শুরু হলে পরিস্থিতির উন্নতি হবে।

এদিকে ধানের দর বাড়ানোর দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করছে রংপুর, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকেরা।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/