কৃষি পণ্যের ন্যায্যমূল্যের দাবিতে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন
বশেমুরবিপ্রবি সংবাদদাতা
প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১৭ মে ২০১৯ শুক্রবার
ধানসহ কৃষি পণ্যের ন্যায্যমূল্য ও কৃষিতে সর্বোচ্চ ভতুর্কি নিশ্চিতের দাবিতে গোপালগঞ্জ -পিরোজপুর মহাসড়কে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার ঘণ্টাব্যাপী বশেমুরবিপ্রবি’র সামনে মহাসড়কে এই মানববন্ধন করেন তারা। ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গড়ে উঠবে সোনার বাংলাদেশ’-এই শ্লোগানে মানববন্ধনে বশেমুরবিপ্রবি’র বিভিন্ন সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, ‘ধানের ন্যায্যমূল্য কৃষকরা পাচ্ছে না। আমরা কৃষক পরিবারের ছেলে, আমাদের বাবারা ধান চাষ করেই আমাদের পড়ালেখা করান। বাজারে ধানের দাম কম থাকায়, তারা ধান বিক্রি করতে পারছেন না। বাবারা ভালো না থাকলে, আমরা কীভাবে ভালো থাকি?
কৃষককে তার উৎপাদিত ফসলের সঠিক মূল্য ও ভর্তুকি প্রদানে সরকারকে ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
একে//