ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

চতুর্থ ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ১৭ মে ২০১৯ শুক্রবার | আপডেট: ০৪:৩৭ পিএম, ১৭ মে ২০১৯ শুক্রবার

সিরিজে টিকে থাকতে এ ম্যাচে জয় ছাড়া অন্য কোন পথ খোলা নেই পাকিস্তানের। কারণ আগেই ২-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ইংল্যান্ড। আজ চতুর্থ ম্যাচে নটিংহামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। অন্যদিকে চতুর্থ ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চায় ইয়োইন মরগানের দল।

বৃষ্টির কারণে ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের প্রথম ওয়ানডেটি পরিত্যক্ত হয়। তবে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট-বলের লড়াই করতে পারে দু’দল। ঝামেলা পাকায়নি বৃষ্টি। খেলার সুযোগ পেয়ে ব্যাট-বল হাতে জ্বলে উঠে ইংল্যান্ড-পাকিস্তান উভয় দলই। উইকেটরক্ষক জশ বাটলারের ৫৫ বলে অপরাজিত ১১০ রানের বিধ্বংসী ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ৩৭৩ রান করে ইংলিশরা। ইংল্যান্ডের ছুড়ে দেয়া ৩৭৪ রানের টার্গেটে ভড়কে যায়নি পাকিস্তান। ব্যাট হাতে জ্বলে উঠেন দলের ব্যাটসম্যানরা। ওপেনার ফখর জামানের ১০৬ বলে ১৩৮ রানে জয়ের পথ তৈরি করে ফেলে পাকিস্তান। কিন্তু পরের দিকের ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করতে না পারায় হাই-স্কোরিং ম্যাচে মাত্র ১২ রানে জয় পায় ইংল্যান্ড।

তৃতীয় ওয়ানডেতেও ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৫৮ রানের বিশাল সংগ্রহ পায় তারা। ১৩১ বলে ১৫১ রান করেন পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দেন ইমাম। অবশ্য ৩৫৯ রানের টার্গেট নিজেদের কাছে যে মামুলি, সেটি প্রমাণ করে দিয়েছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ওপেনার-উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে ৪ উইকেটে হারিয়েই ৩৫৯ রান করে ইংল্যান্ড। বেয়ারস্টো ৯৩ বলে ১২৮ রান করেন। ফলে সিরিজে ২-০ ব্যবধানে লিড নেয় ইংল্যান্ড। এতে সিরিজ জয়ের ভালো সুযোগ তৈরি হয়েছে ইংলিশদের।

চতুর্থ ওয়ানডে জিতলেই সিরিজ নিজেদের করে নিবে মরগানের দল। তাই চতুর্থ ম্যাচেই নিজেদের লক্ষ্য পূরণ করতে চাইছে ইংল্যান্ড। এমনটাই বললেন ইংল্যান্ডের মিডল-অর্ডার ব্যাটসম্যান মঈন আলী, ‘আমরা সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে শুরু করেছিলাম। লক্ষ্যের খুব কাছে দাঁড়িয়ে আমরা। আর একটি ম্যাচ জিতলেই সিরিজ জয় করতে পারবো। তাই চতুর্থ ম্যাচেই সিরিজ জয়ের কাজটি সম্পন্ন করতে চাই।’

এনএম/