শিরোপা জিততে টাইগারদের ২৪ ওভারে দরকার ২১০ রান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০৮ পিএম, ১৭ মে ২০১৯ শুক্রবার | আপডেট: ১১:৩৯ পিএম, ১৭ মে ২০১৯ শুক্রবার
ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশকে জিততে হলে করতে হবে ২৪ ওভারে ২১০ রান। এর আগে প্রথমে ব্যাট করে ২৪ ওভারে এক উইকেট হারিয়ে ১৫২ রান করে ক্যারিবীয়রা। ক্যারিবীয় ওপেনার শাই হোপকে আউট করার মধ্য দিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন মিরাজ। তার আগে ২২.৪ ওভারে ১৪৪ রানের পার্টনারশিপ গড়েন দুই ওপেনার হোপ ও সুনীল অ্যামব্রিস।
বৃষ্টির কারণে দীর্ঘ সময় ধরে খেলা বন্ধ ছিল। যে কারণে কমলো ত্রিদেশীয় সিরিজের ফাইনালের দৈর্ঘ্য। ম্যাচ হয় ২৪ ওভারে। খেলা শুরুর পর বৃষ্টি হওয়ায় ৫০ ওভারের ম্যাচটি গড়ায় ডার্ক লুইস পদ্ধতিতে। রাত সাড়ে ১০টায় খেলা আবারও শুরু হয়।
বৃষ্টি শুরুর আগে শাই হোপ এবং সুনীল অ্যামব্রিসের জোড়া ফিফটিতে বিনা উইকেটে ২০.১ ওভারে ১৩১ রান সংগ্রহ করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম কোনো শিরোপা জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ দল। এর আগে ছয়বার শিরোপার দুয়ারে গিয়ে হোঁচট খায় টাইগাররা।
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি শুরুর কিছু সময় পর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি যদি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয় তাহলে শিরোপা জিতবে টাইগাররা।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচে দাপুটে জয় পায় বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে ৬ উইকেটে পরাজিত করে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দল।
এনএম/এসএইচ/