কাল ভারতের শেষ দফার ভোটগ্রহণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:০১ পিএম, ১৮ মে ২০১৯ শনিবার
আগামীকাল রোববার ভারতের ৭ম দফা অর্থাৎ শেষ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কালকের ভোটরে মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের লোকসভার ভোট অনুষ্ঠিত হবে। আর কোন দল জয়ের মালা পড়ছে তা নির্ধারিত হবে ২৩ মে।
এই শেষ দফার ভোটে ৫৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিহাড়, চন্ডিগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড ও মধ্যপ্রেদেশ রাজ্যের এই আসনগুলোতে ভোটগ্রহণ করা হবে।
ভারতের এই লোকসভা নির্বাচন নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে। তবে, এবার বিজেপি বা কংগ্রেস কোনো দলই এককভাবে সরকার গঠন করতে পারবে না বলে অনেকেই মনে করছেন। এজন্য রাজ্যের আঞ্চলিক দলগুলোর ওপর নির্ভর করতে হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এজন্য এবার সরকার গঠনের জন্য তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি বা এরকম দলগুলোর ওপর নির্ভর ক রতে হবে। তাই জোটে টানার জন্য ইতোমধ্যে বড় দলগুলোর মধ্যে বেশ তোরজোর শুরু হয়েছে ইতোমধ্যে।
অন্যান্য দফার নির্বাচনের জন্য এবারও ব্যাপক প্রস্তুতি নিয়েছে ভারতীয় নির্বাচন কমিশন।
এসএইচ/