ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

পাকিস্তানকে হারিয়ে ইংল্যান্ডের টানা ১১ সিরিজ জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬ এএম, ২০ মে ২০১৯ সোমবার

সিরিজ জয় আগেই নিশ্চিত করেছিল ইংল্যান্ড। শেষ ওয়ানডেতে তাই সান্ত্বনার একটি জয় চেয়েছিল পাকিস্তান। এই শেষ ম্যাচেও পারল না তারা। নিয়মরক্ষার শেষ ম্যাচে গতকাল রোববার পাকিস্তানকে ৫৪ রানে হারিয়ে ৪-০ তে সিরিজ শেষ করলো ব্রিটিশরা৷

হেডিংলিতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড৷ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৫১ রান তোলে তারা৷ জো রুট ও ক্যাপ্টেন মর্গ্যান হাফসেঞ্চুরি করেন৷ শাহিন শাহ আফ্রিদি ও ইমদ ওয়াসিম নজরকাড়া বোলিং করেন৷

জবাবে ক্রিস ওকসের বোলিং তোপের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। ফলে ২৯৭ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস।

এ দিন, বাবর আজম ও সরফরাজ আহমেদ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর সফল হতে পারেননি। বড় লক্ষ্যে খেলতে নেমে ৬ রানেই ৩ উইকেট হারায় পাকিস্তান। এরপরও অবশ্য বাবর আজমের ব্যাট থেকে ৮০ ও সরফরাজ আহমেদের ব্যাট থেকে আসে ৯৭ রান। এছাড়া আসিফ আলী ২২, ইমাদ ওয়াসিম ২৫ ও মোহাম্মদ হাসনাইন ২৮ রান করেন।

ওকসের ৫ উইকেট ছাড়া ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ নেন ২টি ও উইলি নেন একটি উইকেট। ওয়ানডেতে তৃতীয়বার এক ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ডানহাতি ইংলিশ পেসার। আর সিরিজ সেরা জেসন রয়৷

মরগান-রুটের একশ ছাড়ানো জুটিতে আরও বড় স্কোরের আভাস দিলেও শেষ পর্যন্ত ৩৫১ রানে থামে ইংল্যান্ড। রুট ৮৪ ও মরগান ৭৬ রানে থামেন। এরা ছাড়াও দলের দুই ওপেনার জেমস ভিঞ্চ ৩৩ ও জনি বেয়রস্টো ৩২ রান করেন। এছাড়া জস বাটলার ৩৪, বেন স্টোকস ২১ ও টম কুরান ২৯ রান করেন।

আফ্রিদি ১০ ওভারে ৮২ রান খরচ করলেও ৪টি উইকেট নিয়েছেন৷ ইমদ ওয়াসিম নিয়েছেন ৫৩ রানে ৩ উইকেট৷ একটি করে উইকেট পেয়েছেন হাসান আলি ও মহম্মদ হাসনাইন৷

এ হারে টানা ১০ ম্যাচ জয়হীন রইল সরফরাজ আহমেদের দল। অন্যদিকে, পাকিস্তানকে সিরিজ হারিয়ে টানা ১১ সিরিজ জিতে নিল আসন্ন বিশ্বকাপের স্বাগতিক দেশ ও হট ফেভারিটের তকমা পাওয়া থ্রি- লায়ন্সরা।

একে//