ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে:এনামুল হক শামীম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫০ পিএম, ২০ মে ২০১৯ সোমবার

শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

সোমবার সন্ধ্যায় ঢাকাস্থ সখিপুর পেশাজীবীদের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন।   

উপ-মন্ত্রী এ সময় বলেন, বাংলাদেশ আজ সর্বক্ষেত্রেই প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে ৷ তাই তিনি আজ শুধু বাংলাদেশের নেতাই নন। বিশ্ব নেতৃবৃন্দ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ নেতৃত্বের প্রশংসা করে তাকে সারা বিশ্বের অন্যতম প্রধানমন্ত্রীর অভিধায় ভূষিত করেছেন। তাই, একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শেখ হাসিনার  নেতৃত্বের  বিকল্প নাই৷

আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আরও বলেন, সখীপুর ও নড়িয়া নিয়ে আমার নির্বাচনী এলাকা৷  আপনারা আমাকে আপনাদের মূল্যবান রায়ের মাধ্যমে এলাকার সেবা করার সুযোগ দিয়েছেন। আর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে বাংলাদেশের নদী ভাঙ্গন কবলিত এলাকাসহ সারাদেশের নদ-নদী রক্ষা, হাওড় বাওড় এর সুরক্ষা এবং সর্বোপরি নদীমাতৃক দেশের নদ-নদীর  উপর নির্ভরশীল  প্রান্তিক জনগোষ্ঠীর  আর্থ-সামাজিক উন্নয়নের  পবিত্র দায়িত্ব অর্পণ করেছেন৷ তাই আমি  নদী ভাঙ্গন কবলিত সখিপুরের  উন্নয়নে  সম্ভাব্য যা যা করণীয় তার সবই করব।

এলাকার উন্নয়নে অতীতের মতো আগামী দিনেও শুধু আপনাদের মূল্যবান পরামর্শ চাই৷ আপনাদের সবার সহযোগিতায় সখিপুর উপজেলাকে আমি বাংলাদেশের অন্যতম উন্নত ও সমৃদ্ধ  জনপদে পরিণত করব ইনশাল্লাহ।

আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শামীম এ সময়  প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে বলেন, আজকের এই ইফতার পূর্ববর্তী সময়ে আমরা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহর দরবারে  ফরিয়াদ করি৷ কারণ, শেখ হাসিনা ভালো থাকলে  বাংলাদেশ ভালো থাকবে। শেখ হাসিনা সুস্থ থাকলে  বাংলাদেশ সঠিক গন্তব্যে  পৌঁছাতে পারবে৷

ধর্ম সচিব মো. আনিছুর রহমান, সখিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অন্যান্যদের মধ্যে এ সময় বক্তব্য রাখেন ৷ এসময় শরীয়তপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কামাল বেপারীসহ ঢাকাস্থ শরীয়তপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইফতার অংশগ্রহণ করেন৷

কেআই/