তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে স্কারলেট
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:১৯ পিএম, ২১ মে ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০১:৫১ পিএম, ২২ মে ২০১৯ বুধবার
তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অ্যাভেঞ্জার্স খ্যাত অভিনেত্রী স্কারলেট জোহানসন। শুধু তাই নয়, এরই মধ্যে তিনি ‘স্যাটারডে নাইট লাইভ’ তারকা কলিন জোস্টের সঙ্গে আংটি বদলও করে ফেলেছেন।
বরাবরই এ অভিনেত্রী আলোচনায় থাকেন বিভিন্ন ইস্যুতে। এবার নতুন করে খবরের জন্ম দিলেন তিনি। সবাইকে এক প্রকার অবাক করে দিয়েছেন অভিনেত্রী। যদিও কবে তারা বিয়ের পিঁড়িতে বসছেন তা এখনও জানানো হয়নি।
প্রসঙ্গত, এর আগে দু’বার বিয়ে করেছিলেন জোহানসন। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি কানাডিয়ান অভিনেতা রায়ান রেনল্ডসের সঙ্গে সংসার করেছিলেন।
এরপর বিয়ে করেন ফরাসি ব্যবসায়ী রোমেইন ডুরিচকে। কিন্তু ২০১৪ সালে ডুরিচকে বিয়ে করার পর তা টেকে মাত্র তিন বছর। এ সংসারে তাদের একটি কন্যা সন্তানও রয়েছে।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এর প্রিমিয়ারে নতুন প্রেমিক কলিন জোস্টকে সঙ্গে নিয়ে আসেন স্কারলেট। তখন থেকেই গুঞ্জন শুরু হয়। যদিও ২০১৭ সালের মে মাসে ‘স্যাটারডে নাইট লাইভ’র ৪২তম মৌসুমে একটি পার্টিতে তাদের প্রথম পরিচয় হয়।
সূত্র : এপি
এসএ/