ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১১ ১৪৩১

সনাতন ধর্মাবলম্বীদের কালী পূজা ও দীপাবলী উৎসব আজ

প্রকাশিত : ১২:০০ পিএম, ২৯ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ১২:০০ পিএম, ২৯ অক্টোবর ২০১৬ শনিবার

সনাতন ধর্মাবলম্বীদের কালী পূজা ও দীপাবলী উৎসব আজ। এটি শ্যামা পূজা নামেও পরিচিত। বাঙালী হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম এই উৎসব উদযাপনে রাজধানীসহ সারাদেশের মন্দিরগুলো বিশেষভাবে সাজানো হয়েছে; করা হয়েছে আলোকসজ্জা।  অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়ানো হয়েছে আইন শৃংখলা বাহিনীর তৎপরতা। সনাতন শাস্ত্র মতে, বাংলা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে আদ্যাশক্তি দেবী কালী’র পূজা অনুষ্ঠিত হয়। রাত ৮টায় অমবস্যা শুরু হবে। কাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পূজা।