বাজারে আসছে ১০০০ টাকার নতুন নোট
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২৮ পিএম, ২১ মে ২০১৯ মঙ্গলবার
উচ্চ মূল্যমানের ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য এবং নোট জালকরণ প্রতিরোধ করার লক্ষ্যে নতুন নিরাপত্তা সুতা সংযোজনপূর্বক ১০০০ টাকার নতুন নোট বাজারে চালু হচ্ছে। যা আগামী ২৩ তারিখ থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। নতুন নিরাপত্তা সুতাটি ইতিপূর্বে প্রচলনে থাকা নোটের নিরাপত্তা সুতা অপেক্ষা উন্নততর এবং কারিগরী প্রযুক্তিও নতুন। যা জাল প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে জানা যায়।
নোটটিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত বিদ্যমান ডিজাইন এবং গভর্নর ফজলে কবির এর স্বাক্ষরিত ১৬০ মিমি ও ৭০ মিমি পরিমাপের ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে।
নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ১০০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের রং এবং ডিজাইন অপরিবর্তিত রেখে শুধুমাত্র নোটের সম্মুখভাগের বামপাশের নিরাপত্তা সুতাটি পরিবর্তন করা হয়েছে।
কেআই/