ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

মাছ ধরার নিষেধাজ্ঞা মানছে না জেলেরা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪ এএম, ২২ মে ২০১৯ বুধবার | আপডেট: ১২:৩১ পিএম, ২২ মে ২০১৯ বুধবার

জীব বৈচিত্র্য রক্ষায় বঙ্গোপসাগরে ৬৫ দিন সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা মানছেনা জেলেরা। তারা বলছে, পাশের দেশ ভারতে মাত্র ২৬ দিনের নিষেধাজ্ঞা রয়েছে। সেখানে বাংলাদেশে এতো দীর্ঘ সময় অযৌক্তিক। আর মৎস্য কর্মকর্তারা বলছেন, সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষার জন্যই ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মাছ ধরার উপর নিষেধাজ্ঞা।

মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা বলছে, মে মাসের শেষের দিক থেকে জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে মাছসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণির প্রজননকাল। জাটকা নিধনে নিষেধাজ্ঞা আরোপের সফলতা অনুসরণ করে প্রথমবারের মতো সমুদ্রের প্রাণিজ সম্পদ ভাণ্ডারের সুরক্ষায় নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিষেধাজ্ঞার ৬৫ দিন বঙ্গোপসাগরের কোনও স্থানেই যান্ত্রিক কিংবা ডিঙি নৌকা দিয়ে মাছ ধরা যাবে না।

তবে এই নিষেধাজ্ঞা মানতে নারাজ জেলেরা। তারা নিয়মিত মাছ ধরছে এবং বাজারজাতও করছে।

ফিশিং বোর্ড মালিক সমিতিও বলছেন, এই নিষেধাজ্ঞা মেনে চলা জেলেদের পক্ষে সম্ভব নয়।

তবে প্রজ্ঞাপন জারির পর কক্সবাজারের কিছু কিছু অংশে জেলেরা ফিশিং ট্রলার উপকূলে ফেরত এনেছে।