ঈদের আনন্দমেলায় মাহিয়া মাহি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২২ মে ২০১৯ বুধবার

মাহিয়া মাহি। ঢাকাই সিনেমার অগ্নিখ্যাত নায়িকা। সিনেমায় ইদানিং তাকে খুব একটা দেখা যাচ্ছে না। তবে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। একটি ‘দাগ’, অপরটি ‘অবতার’। নতুন খবর হচ্ছে- এবার প্রথমবারের মতো বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’য় দেখা যাবে তাকে। এই আয়োজনে ‘জিতবে এবার জিতবে ক্রিকেট’, ‘ম্যাজিক মামণি’ ও ‘টুপটাপ’ শিরোনামের তিনটি গান নিয়ে তৈরি হচ্ছে আট মিনিটের একটি কোলাজ নৃত্য। এতে অংশ নিয়েছেন তিনি।
মাহির সঙ্গে নৃত্য পরিবেশনা করেছেন ঈগলস ড্যান্স দলের আরও ২০ নৃত্যশিল্পী। গানগুলোর কোরিওগ্রাফি করেছেন তানজিল আলম।
এ বিষয়ে মাহি বলেন, ‘আমার প্রিয় অনুষ্ঠানগুলোর তালিকায় রয়েছে আনন্দমেলা। প্রতিবছর পরিবারের সবাইকে নিয়ে দেখা হয়। কিন্তু কখনও কাজের সুযোগ হয়নি। এবারই প্রথম এতে পারফর্ম করলাম। বেশ ভালো লাগছে। তিনটি গানে পারফর্ম করছি, কাজটিও দারুণ হয়েছে।’
‘আনন্দমেলা’ অনুষ্ঠানের প্রযোজক মাহফুজার রহমান। ঈদুল ফিতরের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে প্রচার হবে।
এদিকে বর্তমানে মাহিয়া মাহি ব্যস্ত রায়হান রাফির ‘দাগ’ সিনেমার কাজ নিয়ে। এতে তার সহশিল্পী ইয়াশ রোহান। আর মুক্তি অপেক্ষায় রয়েছে হাসান সিকদারের ‘অবতার’। এতে তার সহশিল্পী আমিন খান।
এসএ/