ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৩ ১৪৩১

ভারতে ভোট গণনা চলছে, এগিয়ে বিজেপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫ এএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১১:৩৯ এএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। এদিন, সকাল ৮টায় প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে শুরু হয় ভোট গণনা।

আনন্দবাজারের সর্বশেষ খবর অনুযায়ী, বিজেপি ২৪০ আসনে এগিয়ে আছে। অপরদিকে কংগ্রেস ৯১ টিতে এগিয়ে আছে। পুরো প্রক্রিয়াই ভিডিও ক্যামেরার সামনে চলছে। প্রথমে গোনা হচ্ছে পোস্টাল ব্যালট। এর পরই পরেই ইভিএম গণনা শুরু হবে। প্রতিটি ইভিএম গণনা প্রক্রিয়ায় প্রায় আধঘণ্টার মতো সময় লাগেবে। ইভিএম গণনার পরেই ভিভিপ্যাট গণনা করা হবে। প্রথমবারের মতো ভিভিপ্যাট যন্ত্র ব্যবহারের কারণে ভোটের ফল ঘোষণা হতে কিছুটা দেরি হতে পারে বলে মনে করছে নির্বাচন কমিশন।

এর আগে ৯০ কোটি ভোটারের দেশ ভারতে বিশ্বের বৃহত্তম নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে গত ১৯ মে। গত ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত মোট সাতটি ধাপে ভোট গ্রহণ হয়েছে। ১ হাজার ৮৪১টি রাজনৈতিক দলের ৮ হাজারেরও বেশি প্রার্থী এ নির্বাচনে অংশ নেন। নারী প্রার্থীর সংখ্যা ৭২০ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী ৪ জন।

দেশটির নির্বাচন পদ্ধতি অনুযায়ী, ৫৪৩ আসনের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য কমপক্ষে ২৭২টি আসন প্রয়োজন।

প্রসঙ্গত, ১৯৫১-৫২ সালে ভারতের প্রথম লোকসভা নির্বাচন সম্পন্ন হতে সময় লাগে তিন মাস