ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

মোদিকে শুভেচ্ছা জানাতে ২০ হাজার কর্মীকে আমন্ত্রণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩ এএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল ৮টায়। এরপরই ফল ঘোষণা করা হবে।

ইতিমধ্যেই উৎসবের আয়োজন শুরু হয়ে গেছে বিজেপি হেডকোয়ার্টারে। সকাল থেকেই যজ্ঞ চলছে বিজেপির হেডকোয়ার্টারের সামনে। নরেন্দ্র মোদিকে ফের ক্ষমতায় ফেরানোর আপ্রাণ প্রার্থনা।

মোদিকে শুভেচ্ছা জানানোর জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দলের তরফে। ২০ হাজার কর্মীকে আমন্ত্রণ জানানো হয়েছে সেখানে। বৃহস্পতিবার সন্ধ্যায় মোদিকে স্বাগত জানাবেন ওই কর্মীরা। আর আগামী ২৫ মে দিল্লিতে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে জয়ী বিজেপি নেতাদের।

প্রসঙ্গত, ৯০ কোটি ভোটারের দেশ ভারতে বিশ্বের বৃহত্তম নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে গত ১৯ মে। গত ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত মোট সাতটি ধাপে ভোট গ্রহণ হয়েছে। ১ হাজার ৮৪১টি রাজনৈতিক দলের ৮ হাজারেরও বেশি প্রার্থী এ নির্বাচনে অংশ নেন। নারী প্রার্থীর সংখ্যা ৭২০ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী ৪ জন।

দেশটির নির্বাচন পদ্ধতি অনুযায়ী, ৫৪৩ আসনের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য কমপক্ষে ২৭২টি আসন প্রয়োজন।

একে//