ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

দৈনিক আমল কণিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩ এএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার

আজকের আমল হোক ন্যায়পরায়ণ, দুনিয়া বর্জন এবং আল্লাহওয়ালা লোকের সাহাচর্য কামনা।

মানুষ সৎ না হলে মসজিদের চাকচিক্য কোন উপকারে আসে না

ইয়াযীদ ইবনু মাইসারা (রহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘হাওয়ারিগণ বললেন, ‘হে আল্লাহর মাসীহ! দেখুন, বাইতুল্লাহ (অর্থাৎ বাইতুল মুকাদ্দাস)কে কতো সুন্দর লাগছে!’ তিনি বললেন, ‘তাই হোক! আমি তোমাদের সত্যি বলছি- আল্লাহ এ মসজিদের একটি পাথরকে অপর পাথরের উপর প্রতিষ্ঠিত থাকতে দিবেন না; অধিবাসীদের পাপের দরুন তিনি এগুলোকে ধ্বংস করে ফেলবেন। আল্লাহর নিকট স্বর্ণ, রৌপ্য ও এসব পাথরের কোন গুরুত্ব নেই; তাঁর কাছে এগুলোর চেয়ে অধিক প্রিয় হলো- ন্যায়পরায়ণ আত্মা, যার মাধ্যমে আল্লাহ পৃথিবীকে আবাদ ও সংস্কার করেন, আর আত্মা যদি ন্যায়পরায়ণ না হয়, এর মাধ্যমে তিনি পৃথিবীকে বিপর্যস্ত করেন।’

দুনিয়া বর্জন করে নিজেদের রহস্য অনুসন্ধান করো

মুহাজির ইবনু হাবীব (রহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, ‘মাসীহ ঈসা ইবনু মরইয়াম (আলাইহিস সালাম) বলতেন, ‘ওহে হাওয়ারিগণ! নিজেদেরকে ধ্বংস করে দুনিয়া তালাশ করো না, বরং দুনিয়া বর্জন করে নিজেদের রহস্য অনুসন্ধান করো। খালি গায়ে এসেছো, আবার খালি গায়ে চলে যেতে হবে। আগামীকালের রিজিক আজকে অনুসন্ধান করো না; আজকে যা আছে তা দিয়ে আজকের দিনটি চলে যাবে, আগামীকাল আসবে তার নিজস্ব ব্যস্ততা নিয়ে। আল্লাহর নিকট তোমরা চাও- তিনি যেন তোমাদেরকে প্রতিদিনের রিজিক প্রতিদিন ব্যবস্থা করে দেন।’

যেসব লোকের সাহচর্য কাম্য

কাইস ইবনু আব্বাদ (রহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, ‘দাউদ (আলাইহিস সালাম) এভাবে দোয়া করতেন, ‘হে আবার রব! আমি তোমার কাছে এমন সঙ্গী চাই- আমি তোমাকে স্মরণ করলে যে আমাকে সাহায্য করবে, আর তোমাকে ভুলে গেলে যে আমাকে স্মরণ করিয়ে দিবে। হে আমার রব! আমি তোমার কাছে এমন সঙ্গীর ব্যাপারে আশ্রয় চাই- আমি তোমাকে স্মরণ করলে যে আমাকে সাহায্য করবে না, আর তোমাকে ভুলে গেলে যে আমাকে স্মরণ করিয়ে দিবে না। হে আমার রব! তোমাকে স্মরণ করছে- এমন জনগোষ্ঠীর পাশ দিয়ে যাওয়ার সময় আমার মনে যদি তাঁদেরকে উপেক্ষা করে এগিয়ে যাওয়ার বাসনা জাগে, তাহলে আমার পা ভেঙে দিও, যাতে তাঁদের সঙ্গে বসে আমি তোমাকে স্মরণ করতে পারি।’

তথ্যসূত্র : ইমাম আহমাদ ইবনু হাম্বাল, অনুবাদ: জিয়াউর রহমান মুন্সী, রাসূলের চোখে দুনিয়া গ্রন্থ।

এএইচ/