ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

দৈনিক আমল কণিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫ পিএম, ২৪ মে ২০১৯ শুক্রবার

আজ ১৮তম রমজান। মাগফিরাতের শেষ পর্যায়। আজকের আমল হোক উত্তম আচরণ, সময়কে কাজে লাগানো এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা।

উত্তম আচরণ :

আবু আবদিল্লাহ জাদালি (রহিমাহুল্লাহ) বলেন, আমি আয়িশা (রাদিয়াল্লাহু আনহা)কে জিজ্ঞেস করলাম, ‘পরিবারের লোকদের সঙ্গে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর আচরণ কেমন ছিল?’ জবাবে তিনি বললেন, ‘আচরণের দিক দিয়ে তিনি ছিলেন সর্বোত্তম মানুষ। তিনি কখনো কাউকে অশিষ্ট কথা বলতেন না, গালমন্দ করতেন না, বাজারে গিয়ে হৈ চৈ করতেন না, মন্দ আচরণের বিপরীতে মন্দ আচরণ করতেন না, বরং ক্ষমার নীতি অবলম্বন করতেন।’

আগামীকালের অপেক্ষায় না থেকে সময়কে কাজে লাগানো উচিত :

মুজাহিদ (রহিমাহুল্লাহ) বলেন, ‘আমাকে আবদুল্লাহ ইবনু উমার (রাদিয়াল্লাহু আনহুমা) বলেছেন, ‘মুজাহিদ! সকালে অবস্থান করে সন্ধ্যাবেলার উপর ভরসা রেখো না, সন্ধ্যায় অবস্থান করে সকালবেলার উপর আস্থাশীল হয়ো না; আর মৃত্যুর পূর্বে তোমার জীবনকে এবং অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে কাজে লাগাও। কারণ, আবদুল্লাহ! আগামীকাল তোমার নাম কী হতে যাচ্ছে- তা তুমি জানো না।’

আল্লাহর প্রিয় বান্দার পার্থিব অবস্থা :

সালিম ইবনু আবিল জা’দ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তি আছে, যদি সে তোমাদের কারো দ্বারে এসে স্বর্ণমুদ্রা চায় সে (অর্থাৎ, গৃহকর্তা) তাঁকে তা দিবে না, রৌপ্যমুদ্রা চাইলেও দিবে না, এমনকি পয়সা চাইলেও দিবে না; অথচ সে যদি আল্লাহর নিকট জান্নাত চায় আল্লাহ তাঁকে অবশ্যই দিবেন, কিন্তু সে যদি আল্লাহর নিকট দুনিয়া চায় তাহলে আল্লাহ তাঁকে দিবেন না। তাঁকে দুনিয়া থেকে বঞ্চিত করার কারণ এ নয় যে তাঁর পদমর্যাদা আল্লাহর নিকট তুচ্ছ। (ওই ব্যক্তি) দু’খণ্ড জীর্ণ বস্ত্রের অধিকারী; পোশাকের প্রতি তার কোন বিশেষ আকর্ষণ নেই। সে যদি আল্লাহর নামে কোন কিছুর শপথ করে, আল্লাহ অবশ্যই তাঁর শপথ বাস্তবায়ন করবেন।’

তথ্যসূত্র : ইমাম আহমাদ ইবনু হাম্বাল, অনুবাদ: জিয়াউর রহমান মুন্সী, রাসূলের চোখে দুনিয়া গ্রন্থ।

এএইচ/