ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

গুজরাটে আগুনে নিহত ১৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৩ পিএম, ২৪ মে ২০১৯ শুক্রবার | আপডেট: ১০:৫৫ পিএম, ২৪ মে ২০১৯ শুক্রবার

ভারতের গুজরাটে একটি বহুতল ভবনে আগুন লেগে ১৯ জনের মৃত্যু হয়েছে। যার অধিকাংশই ছাত্র। এঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর আনন্দবাজার পত্রিকার। শুক্রবার শহরের সারতানা এলাকার তক্ষশীলা মার্কেট কমপ্লেক্সের তিনতলায় একটি কোচিং সেন্টারে আগুন লাগে।

দ্রুত তা ছড়িয়ে পড়লে আটকে পড়ে অনেকে। জীবন বাঁচাতে অনেকেই ভবন থেকে ঝাঁপ দেন।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বের হতে না পেরে দগ্ধ হয়ে মারা যান তারা।
অগ্নিকাণ্ডের খবর শুনে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। ঘটনা তদন্তের নির্দেশ দেন তিনি।

পাশাপাশি নিহত শিক্ষার্থীদের পরিবারকে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন মূখ্যমন্ত্রী।
এদিকে, সুরতের এ আগুনের ঘটনা নিয়ে টুইট করে ক্ষতিগ্রস্ত ছাত্রদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগুনের জেরে ঝাঁপ দেওয়ার ওই ঘটনা ক্যামেরা বন্দি করেন ওই মার্কেট কমপ্লেক্সের নীচে থাকা লোকজন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকদের মাঝে এখনো আতঙ্ক বিরাজ করছে।

আই// এসএইচ/