এইডস প্রতিরোধে কানে একত্রিত তারকারা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২৫ মে ২০১৯ শনিবার
আর মাত্র একদিন বাকি। এরপরই অবসান ঘটবে প্রতীক্ষার। জানা যাবে ৭২তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ সম্মান স্বর্ণপামজয়ী চলচ্চিত্রের নাম। এদিকে বিশ্বব্যাপী এইডস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রান্সের প্যালেস দ্য ফেস্টিভাল ভবনের অদূরে ক্যাপ ডি’অ্যান্টিবেসে অবস্থিত বিলাসবহুল হোটেল দু ক্যাপ-ইডেন-রোকে নানা দেশের তারকারা এক হয়েছিলেন।
এ উপলক্ষে উৎসবের নবম দিন অর্থাৎ ২৩ মে এখানে আয়োজন করা হয় এইডস প্রতিরোধের তহবিল সংগ্রহের উদ্দেশ্যে এক চ্যারিটি অনুষ্ঠানের।
আমেরিকান ফাউন্ডেশন ফর এইডস রিসার্চের [অ্যামফার] উদ্যোগে প্রতিবছর কান উৎসব চলাকালে এ নিলাম অনুষ্ঠান হয়ে থাকে। এবার ছিল এর ২৬তম আসর।
‘এইডসের বিরুদ্ধে চলচ্চিত্র’ শীর্ষক এ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকেন হলিউডসহ বিভিন্ন দেশের তারকাশিল্পীরা। এবারের আড়ম্বরপূর্ণ আয়োজনে কাঁধে কাঁধ মিলিয়ে সংহতি প্রকাশ করতে তারকার কমতি ছিল না। বিভিন্ন দেশের তারকাশিল্পীরা একসঙ্গে নাচলেন, গাইলেন, ছবি তুললেন। আড্ডা আর গানের সঙ্গে তারকারা বাহারি পোশাকে বুঝিয়ে দিলেন কে কত কেতাদুরস্ত।
এসএ/