ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

স্লুইচ গেট সমস্যায় বিপাকে মৌলভীবাজারের বোরো চাষীরা

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৬ সোমবার | আপডেট: ১২:৩৪ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৬ সোমবার

বোরো ফসল ফলানোর লক্ষে নির্মিত স্লুইচ গেট ও পানি প্রবাহের জন্য পাকা ড্রেন নির্মাণের পর ড্রেনের একটি অংশ ভেঙ্গে যাওয়ায় বিপাকে পড়েছেন মৌলভীবাজারের কৃষকরা। ড্রেন ভেঙ্গে পানির স্রোতে ক্ষতির মুখে ফসলী জমি। বোরো চাষের প্রস্তুতি নিয়ে দিশেহারা হাইল হাওরের পূর্বপাড়ের শত শত কৃষক। এর জন্য ঠিকাদার প্রতিষ্ঠান ও কিছু দুর্নীতিবাজ লোককেই দায়ী করছেন কৃষকসহ স্থানীয়রা। মৌলভীবাজারের হাইল হাওরের পূর্বপাড়ের ইচ্ছবপুর, নোয়াগাঁও ও উত্তর ভাড়াউড়া এলাকার কয়েক হাজার হেক্টর এক ফসলা আমন জমিকে দুই ফসলের আওতায় আনতে সরকার প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৩টি স্লুইচ গেট ও প্রায় ৪ হাজার ফুট পাকা ড্রেন র্নিমাণ করে। কিন্তু অপরিকল্পিত প্রকল্প ও ঠিকাদারের নিম্নমানের কাজের ফলে প্রথম মৌসুমেই ভেস্তে গেছে কৃষকের স্বপ্ন। তাই যত দ্রুত সম্ভব কৃষকদের স্বার্থে পাকা ড্রেনের ভাঙ্গা অংশ মেরামতের দাবি উঠেছে। ঠিকাদার ড্রেন মেরামতের কাজ না করলেও নিজ উদ্যোগে সংস্কার কাজ শেষ করার আশ্বাস দিয়েছে উপজেলা এলজিইডি বিভাগ।