বিশ্বকাপে প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি বাংলাদেশ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:১৪ পিএম, ২৫ মে ২০১৯ শনিবার
২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ শুরু হবে ২ জুন। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। খেলা হবে ওভালে। ৩০ মে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের পরের ম্যাচও এই ওভালেই। বাংলাদেশের সুখস্মৃতি জড়ানো ভেন্যু কার্ডিফে স্বাগতিকদের প্রতিপক্ষ পেয়েছে টাইগাররা।
ইংল্যান্ড ও ওয়েলসের কয়েকটি ভেন্যু ঘুরে শেষ ম্যাচে আবার লন্ডন ফিরবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সেখানেই বাংলাদেশের প্রাথমিক পর্বের শেষ ম্যাচ।
লম্বা সময়ে একে অন্যের বিপক্ষে প্রাথমিক পর্বের লড়াই শেষে সেমি ফাইনাল ও ফাইনাল হবে ৯ ও ১১ জুলাই। প্রাথমিক পর্ব পেরিয়ে আসা সেরা চার দল খেলবে এখানে। ১৪ জুলাই লর্ডসে হবে বিশ্বকাপের ফাইনাল।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে তাদের দল ঘোষণা করেছে। তাদের দলে উল্লেখযোগ্য হিসেবে আছেন কুইন্টন ডি কক, হাশিম আমলা ও এইডেন মার্করাম। তাদের পেস আক্রমণে আছেন লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, আন্ডিলে ফেলুকওয়ায়ো, অ্যানরিখ নর্টজে, ডোয়াইন প্রিটোরিয়াস ও অভিজ্ঞ ডেল স্টেইন। স্পিনার ইমরান তাহির ও তাঁর ব্যাকআপ হিসেবে আছেন তাবরাইজ শামসি। অভিজ্ঞ জেপি ডুমিনিও আছেন সঙ্গে।
দক্ষিণ আফ্রিকা তাদের পুরো শক্তি নিয়েই মাঠে নামবে বাংলাদেশের বিপক্ষে। অন্যদিকে মাশরাফি বাহিনীও প্রস্তুত তাদের মোকাবেলায়। ২ জুনই দেখা যাবে ভাগ্য কাদের পক্ষে রয়েছে।
দক্ষিণ আফ্রিকা দল: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, ডেল স্টেইন, আন্ডিলে ফেলুকওয়ায়ো, ইমরান তাহির, কাগিসো রাবাদা, ডোয়াইন প্রিটোরিয়াস, কুইন্টন ডি কক, অ্যানরিখ নর্টজে, লুঙ্গি এনগিডি, এইডেন মার্করাম, র্যাসি ভ্যান ডার ডুসেন, হাশিম আমলা ও তাবরাইজ শামসি
কেআই/