ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

আজ ডিআরইউর দুই যুগ পূর্তি অনুষ্ঠান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮ এএম, ২৬ মে ২০১৯ রবিবার

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দুই যুগ পূর্তি অনুষ্ঠান আজ। এ উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ প্রাঙ্গণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংগঠনের সাবেক ও বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত থাকবেন।

আজ সকাল সাড়ে ১১টায় র‌্যালি, বিকেল ৪টায় আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান হবে। সন্ধ্যা ৬টায় কেক কাটা, পরে ইফতার মাহফিল ও নৈশভোজ হবে। অনুষ্ঠানে মন্ত্রী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন।

সংগঠনের সাধারণ সম্পাদক কবির আহমেদ খান বলেন, ‘সাংবাদিকদের প্রাণের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠার দুই যুগ পূর্ণ হচ্ছে। এদিনে সংগঠনের সব সদস্যের জন্য শুভ কামনা রইল।

উল্লেখ্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৫ সালে ২৬ মে।

এসএ/