বিজেপির সাফল্যের পিছনে রয়েছে বিদেশি হাত : মমতা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৩৯ পিএম, ২৬ মে ২০১৯ রবিবার
সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বিজেপির সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার বক্তব্য, এমন সাফল্য সন্দেহের উর্ধ্বে নয় ৷
তিনি বিস্ময় প্রকাশ করেন বিরোধী দলগুলি বিভিন্ন রাজ্যে কেমন করে এভাবে মুছে গেল ৷ এর পিছনে কোন রকম সেটিং কাজ করেছে বলেই মনে হয়েছে তার ৷ পাশাপাশি দাবি করেছেন, বিদেশি শক্তি নিশ্চয় আছে এর পিছনে৷
লোকসভার ফল বের হওয়ার পর শনিবার বিকেলেই প্রথম তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তার আগে তিনি ফল পর্যালোচনা করতে এবং দলের অবস্থান ঠিক করতে তৃণমূলের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
পরে সাংবাদিক বৈঠকে জানান, নির্বাচনে দলের এমন বিপর্যয়ের জন্য মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করতে চেয়েছিলেন তবে দলের পক্ষ থেকে তার এই প্রস্তাব গ্রহণ করা হয়নি। ফলে তিনি এই পদে থেকে কাজ চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন।
এদিকে এবারের ভোটে এক ধাক্কায় বিজেপির আসন ২ থেকে বেড়ে হয়েছে ১৮। শুধু তাই নয়, বিধানসভার নিরিখে হিসাব করলে ১২৮টি বিধানসভায় এগিয়ে রয়েছে বিজেপি। আর এই অবস্থায় ২০২১ সালেই বাংলায় বিধানসভা নির্বাচন। যেভাবে ঘাড়ের কাছে বিজেপি নিঃশ্বাস ফেলছে তাতে চ্যালেঞ্জ বাড়ছে তৃণমূলের কাছে।
তার উপর কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো কখনও অর্জুন সিং হুঁশিয়ারি দিয়ে বলছেন, বহু তৃণমূল বিধায়ক নাকি তাদের সঙ্গে যোগাযোগ করছে৷
বিশেষত একদা তার অনুগত মুকুল রায় যেভাবে দল বদল করে বিজেপিতে গিয়ে তৃণমূল দল ভাঙানোর হুংকার দিচ্ছে তা এখন আর অগ্রাহ্য করতে পারছেন না দিদি৷ পরিস্থিতি বিচার করে সরকারি কাজের বদলে দলীয় সংগঠনের কাজে বেশি সময় দিতে চান বলে জানিয়েছেন৷
তথ্যসূত্র: কলকাতা ২৪×৭
এমএইচ/