ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

জয়ীদের উদ্দেশে মোদীর ৫ পরামর্শ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২০ পিএম, ২৬ মে ২০১৯ রবিবার

সদ্য শেষ হওয়া ভারতের লোকসভা নির্বাচনে জয় লাভ করার পর আনুষ্ঠানিকভাবে আজ (রোববার)  এনডিএর সাংসদীয় নেতা  এবং প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার আগে সংসদের সেন্ট্রাল হলে এনডিএর বৈঠকে একাধিক কার্যপ্রণালী ও পরবর্তী সরকারের কার্যপদ্ধতি নিয়ে বক্তব্য রেখেছেন তিনি।

জয়ী প্রার্থীদের একাধিক পরামর্শও দিয়েছেন তিনি।  আসুন দেখে নেওয়া যাক:

 ১) এনডিএর জয়ী প্রার্থীদের প্রচারের মোহ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি । হঠকারী মন্তব্য না করার পরামর্শ দিয়েছেন। এখন কিছুই অফ দ্য রেকর্ড হয় না,আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে ও সকলকে অহংকার ত্যাগ করতে হবে।

 ২) সংখ্যালঘুদের দীর্ঘকাল ভোটব্যাংকের নামে ঠকানো হয়েছে, এবার তাদের বিশ্বাস অর্জন করতে হবে । ‘সবকা সাথ, সবকা বিকাশ ও সবকা বিশ্বাস’-এই লক্ষ্যপূরণে প্রত্যেক জয়ী প্রার্থীদের কাজ করার অনুরোধ নরেন্দ্র মোদির।

৩) ‘মোদি কাউকে জেতায় না, জনতাই আমাদের জিতিয়েছে’-জানিয়েছেন মোদি । জনতার রায়েই আজ তারা এখানে। সুতরাং জনতার কথা ভেবেই প্রতিটি পদক্ষেপ নিতে হবে।

  ৪) ভিআইপি কালচারে অভ্যস্থ হবেন না।

 ৫) সংবাদমাধ্যমে যে কোনও বিবৃতি দেওয়ার আগে ভেবেচিন্তে দিন, জয়ী প্রার্থীদের পরামর্শ মোদির । এতে অনেক সমস্যা এড়ানো যায় ।

এমএইচ/