ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

নিজেকে ব্রাজিলের সবচেয়ে সৎ প্রেসিডেন্ট বলে দাবি করলেন লুলা

প্রকাশিত : ১২:১৯ পিএম, ৫ মার্চ ২০১৬ শনিবার | আপডেট: ১২:১৯ পিএম, ৫ মার্চ ২০১৬ শনিবার

নিজেকে দেশের সবচেয়ে সৎ প্রেসিডেন্ট বলে দাবি করলেন, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্রাজিলের ক্ষমতাসীন দলের সাবেক প্রেসিডেন্ট লুলা দ্যা সিলভা। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাসের কয়েক মিলিয়ন ডলারের একটি দূর্ণীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে কিছুক্ষনের জন্য আটক করে পুলিশ। যদিও আটকের কথা অস্বীকার করে পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্যই তাকে থানায় আনা হয়েছিল। এদিকে লুলা দ্যা সিলভাকে আটকের খবরে ব্রাজিলের বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট দিলমা রুসেফ’ও ঘটনার নিন্দা জানিয়েছেন। ২০০৩ থেকে ২০১১ পর্যন্ত টানা দুই মেয়াদে দেশের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন লুলা ।