টিফিনের টাকা বাঁচিয়ে কম্পিউটার তৈরি (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫২ এএম, ২৭ মে ২০১৯ সোমবার
টিফিনের টাকা বাঁচিয়ে সেই টাকায় নিজে কম্পিউটার তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে কামরুজ্জামান আল হাদি নামের এক কিশোর। মোবাইল ব্যাটারির মাধ্যমে তার এই কম্পিউটারে চলে অডিও, ভিডিও, এমএসওয়ার্ড ও ইন্টারনেট প্রোগাম। আর এটি তৈরিতে তার খরচ হয় মাত্র ২ হাজার টাকা।
বাসায় কম্পিউটার নষ্ট হলেই ঠিক করতো কামরুজ্জামান। আর এভাবে ঠিক করতে করতেই তার মাথায় আসে নিজেই কম্পিউটার বানাবে। টিফিনের টাকা বাঁচাতে শুরু করে কিশোর কামরুজ্জামান। ৬ মাস পর শুরু করে কাজ। এক মাসের মাথায় তৈরি করে ফেলে একটা কম্পিউটার। খরচ হয় মাত্র ২ হাজার টাকা।
তার এই কম্পিউটারে রয়েছে মোবাইলের মনিটর। টিন দিয়ে বানায় সিপিইউ বক্স। মোবাইলের মাদারবোর্ড ব্যবহার করে সিপিইউ তৈরির কাজে। এই কম্পিউটারে দেখা যায় ভিডিও। এমএস ওয়ার্ড ও ইন্টারনেট চালানো যায়। দশম শ্রেনীর ছাত্র কামরুজ্জামানের ইচ্ছে, এ কম্পিউটর সব শিক্ষার্থীর কাছে পৌঁছে দেয়া।
তার এ সাফল্যে খুশি স্বজন ও এলাকাবাসী।
প্রশাসনের পক্ষ থেকে সহযোগীতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা এমন প্রতিভাবানদের খুঁজে সরকারী পৃষ্ঠপোষকতার দাবি স্থানীয়দের।