সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিসারিজের অবহিতকরণ কর্মশালা
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত : ০৪:২৭ পিএম, ২৭ মে ২০১৯ সোমবার
বাগেরহাটে সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিসারিজ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা অমল কান্তি রায়ের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।
কর্মশালায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো.জহিরুল ইসলাম, বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আমিরুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক রনজিৎ কুমার পাল, উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রি,সহকারি পরিচালক বদরুজ্জামান এছাড়া ৯টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা জনপ্রতিনিধি, মৎস্য ব্যবসায়ীসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদের উন্নয়ন ঘটবে, গভীর বঙ্গোপসাগরে জেলেদের নিরাপত্তা জোরদার হবে, জেলেদের জীবনমানের উন্নয়ন ঘটবে, নতুন নতুন সামুদ্রিক মৎস্য প্রজাতির চাষ সম্প্রসারিত হবে। সর্বোপরি দেশের অর্থনীতি আরও মজবুত হবে।
এসডিজি অর্জনের লক্ষে বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর ৫ বছর মেয়াদী সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিসারিজ প্রকল্প বাস্তবায়ন করছে। দেশের উপকূলীয় অঞ্চলের ৪টি বিভাগের ১৬টি জেলার ৭৫টি ইউনিয়নে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
কেআই/