ব্রাজিলের কারাগারে দাঙ্গায় নিহত ৪২
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৪৩ পিএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার

ব্রাজিলের কয়েকটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় ৪২ জন নিহত হয়েছেন। সোমবার অ্যামাজন রাজ্যের ম্যানাউস শহরের তিনটি কারাগারে এ ঘটনা ঘটে। এর আগে রোববার একটি কারাগারে দাঙ্গার ঘটনা ঘটে। এতে ১৫ জন নিহত হয়।
দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আমাজোনাস রাজ্যের রাজধানী মানাউসে ঘটা এসব ঘটনায় তারা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বলে কর্তৃপক্ষ ধারণা করছে।
চারটি পৃথক কারাগারে নিয়মিত পরিদর্শন চলাকালে কর্মীরা এদের দেখতে পান বলে জানিয়েছেন তারা।
এদিকে, কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, বিশৃঙ্খলা ঠেকাতে কারাগারগুলোতে টাস্ক ফোর্স পাঠানো হয়েছে।
তবে ব্রাজিলের গ্লোবো নিউজ ওয়েবসাইট জানিয়েছে, সোমবারের এসব ঘটনায় আরও কয়েকজন কয়েদি আহত হয়েছেন। মৃতদের অধিকাংশকে মানাউসের নিকটবর্তী আন্তোনিও ত্রিনদাজি ইনস্টিটিউট কারাগারে পাওয়া গেছে। পাশাপাশি আমাজোনাস রাজ্যের পুরাকুয়েকুয়ারা ও প্রভিশনাল ডিটেনশন সেন্টার কারাগার দুটিতেও কয়েকজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
পরিস্থিতিকে ‘সঙ্কট’ বলে মনে করছেন স্থানীয় গভর্নর উয়িসন লিমা। রোববারের ঘটনায় যারা নিহত হয়েছে, তদন্ত প্রতিবেদনে তাদের নামের তালিকায় সোমবারের নিহতদের নামও অন্তুর্ভূক্তির নির্দেশ দেন তিনি।
প্রসঙ্গত, ২০১৭ সালের জানুয়ারিতে এসব কারাগারে ভয়াবহ দাঙ্গায় ১৫০ জন নিহত হয়েছিল।
সূত্র : দ্যা গার্ডিয়ান, বিবিসি
আই/এসএ/