বেনাপোলে পৌর আওয়ামী লীগের অফিসে ভাংচুর
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৮:৫৯ পিএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার
যশোরের বেনাপোল পৌর আওয়ামী লীগ কার্যালয়ে চুরি ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্তরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির ফ্রেমও ভাংচুর করে।
সোমবার রাত ১টার দিকে বেনাপোল ইউনিয়ন পরিষদের পাশে ফারুক মার্কেটের ২য় তলায় পৌর আওয়ামী লীগের অফিসে এই হামলা, চুরি ও ভাংচুরের ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন করেন নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাস্টার বলেন, সোমবার রাত ১টার দিকে একদল দুর্বৃত্তরা বেনাপোল বাজারের ফারুক মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আওয়ামী লীগ অফিসের গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন। অফিসে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি, চেয়ার, টেবিল ভাংচুর করে এবং ৩টি কম্পিউটার চুরি করে নিয়ে যায়। দুর্বৃত্তরা ইট মেরে অফিসের সাইন বোর্ডও ভাংচুর করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম বলেন,গভীর রাতে দুর্বৃত্তরা পৌর আওয়ামীলীগের অফিসে ভাংচুর করে পালিয়ে যায়। ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ দিলে তদন্ত স্বাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেআই/