ব্রাহ্মণবাড়িয়ায় ২’শ বাড়িঘর ও ১০টি মন্দিরে ভাংচুর লুটপাটের অভিযোগ, ২ মামলা দায়ের
প্রকাশিত : ০৭:২৯ পিএম, ৩১ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ০৭:২৯ পিএম, ৩১ অক্টোবর ২০১৬ সোমবার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এতে অজ্ঞাত ১২শ জনকে আসামী করা হয়েছে। মামলায় সনাতন সম্প্রদায়ের অন্তত দু’শ বাড়িঘর ও ১০টি মন্দিরে ভাংচুর, লুটপাটের অভিযোগ করা হয়। এখন পর্যন্ত ৮ জনকে আটক করেছে নাসিরনগর থানা পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
দীপাবলীর আমেজ শেষ হতে না হতেই হামলা। গুড়িয়ে দেয়া হয়েছে প্রতিমা। লুটপাট চালানো হয় মন্দির আর হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে। নির্যাতন চালানো হয় নারীদের উপর। স্থানীয়দের অভিযোগ প্রশাসনের খামখেয়ালী ও দায়িত্বহীনতার কারনেই এঘটনা ঘটেছে।
শুক্রবার ফেইসবুকের একটি পোস্ট নিয়েই ছড়ানো হয় সাম্প্রদায়িক এই বিষবাস্প। উন্মাদের মত চালানো হয় তান্ডব। এখনো আতঙ্কে সনাতন সম্প্রদায়ের মানুষেরা।
নাসিরনগরে সম্প্রীতি বজায় রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ এর আয়োজন করা হয়। নিরাপত্তার বিষয়ে আশস্ত কে ছে প্রশাসন।
এরই মধ্যে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উসকানি দাতাদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।