ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

মোদীর শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে যা বলল পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ২৯ মে ২০১৯ বুধবার

সদ্য শেষ হওয়া ভারতের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয় লাভের পর বৃহস্পতিবার (৩০মে) শপথ নেবেন নরেন্দ্র মোদী। তার শপথ অনুষ্ঠানে দেশটির আশ পাশের বেশ কয়েকটি রাষ্ট্র আমন্ত্রণ পেলেও পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়নি।

ভারতের এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে  পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, ঘরের ‘টানে’ বাইরেকে ভুলেছেন মোদী। যা করেছেন, তা বাধ্যবাধকতায় করেছেন।

পাক দৈনিক ‘ডন’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ তার (প্রধানমন্ত্রী মোদী) ভোটের প্রচারের ফোকাসটাই ছিল পাকিস্তানকে শূলে চড়ানো। পাকিস্তানের সমালোচনা করা। সেই পথ থেকে উনি এত তাড়াতাড়ি বেরিয়ে আসবেন, এটা আশা করাটাই হবে অবিবেচকের কাজ।’’

তিনি বলেন, নেপাল, ভূটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা-সহ কয়েকটি প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানদের ডাকা সত্ত্বেও পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে যে আমন্ত্রণ জানায়নি দিল্লি, তাকে খুব একটা বড় করে দেখতে চাইছে না ইসলামাবাদ। কুরেশির কথায়, ‘‘সেটাই তো আমাদের প্রত্যাশিত ছিল!’’

কুরেশি এও বলেছেন, এর পরেও তাদের লক্ষ্য বদলায়নি। সেটা হল, দিল্লির সঙ্গে আলোচনার টেবিলে বসে গুরুত্বপূর্ণ সমস্যাগুলি মিটিয়ে ফেলা। মিটিয়ে ফেলার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাওয়া।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদীর শপথ অনুষ্ঠানে হাজির থাকার জন্য ডাক পেয়েছেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, নেপাল ও ভূটানের রাষ্ট্রপ্রধানরা। ভারতে আসার অনুরোধ জানিয়ে বার্তা পাঠানো হয়েছে কিরঘিজস্তান ও মরিশাসের রাষ্ট্রপ্রধানকেও।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/